জানে নিন অ্যানড্রয়েডের নতুন ভার্সনের নাম কি
এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমের নাম ‘অ্যানড্রয়েড’। আর এই অ্যানড্রয়েডের নতুন ভার্সনের নাম কি হবে এই নিয়ে এতদিন অনেক জল্পনা-কল্পনা চলছিল। গোটাবিশ্ব মুখিয়ে ছিল অ্যানড্রয়েড ৮.০ এর নাম কি হতে চলেছে। অবশেষে নাম পেল অ্যানড্রয়েডের নতুন ভার্সন। অ্যানড্রয়েড ৮.০ এর নাম অ্যানড্রয়েড অরিও। অ্যানড্রয়েড বরাবর মজাদার কোনও খাবারের নামে নিজেদের অপরেটিং সিস্টেমের নাম রাখে এবারও তাই অন্যথা হল না।
২১ আগস্ট পূর্ণসূর্যগ্রহণের দিন এক ইভেন্টে অ্যানড্রয়েডের ৮.০ এর নাম ঘোষণা করা হয়। অরিও নামে অফিসিয়ালি এটি চালু হলো। যদিও অ্যানড্রয়েড ৮.০ এর নাম ‘অরিও’ হবে তার কিছুটা অভাসও পাওয়া গিয়েছিল। অ্যানড্রয়েডের আগের ভার্সনগুলোর নামও ডেসার্টের নাম দিয়ে। অরিও একটি চকলেট ক্রিম সমৃদ্ধ মিষ্টি বিস্কুট। এ র আগের ভার্সনগুলোও মিষ্টির নামে ছিল। যেমন-ইকলেয়ার্স, ফ্রোয়ো, জিনাজারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ, মার্শম্যালো এবং সর্বশেষ ভার্সন ছিল নুগাট।
সুত্র :
এই মুহূর্তে পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমের নাম ‘অ্যানড্রয়েড’। আর এই অ্যানড্রয়েডের নতুন ভার্সনের নাম কি হবে এই নিয়ে এতদিন অনেক জল্পনা-কল্পনা চলছিল। গোটাবিশ্ব মুখিয়ে ছিল অ্যানড্রয়েড ৮.০ এর নাম কি হতে চলেছে। অবশেষে নাম পেল অ্যানড্রয়েডের নতুন ভার্সন। অ্যানড্রয়েড ৮.০ এর নাম অ্যানড্রয়েড অরিও। অ্যানড্রয়েড বরাবর মজাদার কোনও খাবারের নামে নিজেদের অপরেটিং সিস্টেমের নাম রাখে এবারও তাই অন্যথা হল না।
২১ আগস্ট পূর্ণসূর্যগ্রহণের দিন এক ইভেন্টে অ্যানড্রয়েডের ৮.০ এর নাম ঘোষণা করা হয়। অরিও নামে অফিসিয়ালি এটি চালু হলো। যদিও অ্যানড্রয়েড ৮.০ এর নাম ‘অরিও’ হবে তার কিছুটা অভাসও পাওয়া গিয়েছিল। অ্যানড্রয়েডের আগের ভার্সনগুলোর নামও ডেসার্টের নাম দিয়ে। অরিও একটি চকলেট ক্রিম সমৃদ্ধ মিষ্টি বিস্কুট। এ র আগের ভার্সনগুলোও মিষ্টির নামে ছিল। যেমন-ইকলেয়ার্স, ফ্রোয়ো, জিনাজারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন, কিটক্যাট, ললিপপ, মার্শম্যালো এবং সর্বশেষ ভার্সন ছিল নুগাট।
সুত্র :
No comments:
Post a Comment
আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট করুন
EmoticonClick to see the code!
To insert emoticon you must added at least one space before the code.